চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজানে জান্নাতুল ফেরদৌস পুতুল (৪৫) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জান্নাতুল ফেরদৌস পুতুল রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ছত্রপাড়ার নতুন বাড়ির বাসিন্দা সৌদি প্রবাসী মো. কাসেমের স্ত্রী। তার ১৭ বছর ও ১২ বছর বয়সী দুই সন্তান রয়েছে।
আজ বুধবার (৩০ এপ্রিল) দুপুরে রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ছত্রপাড়ায় এ ঘটনা ঘটে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, আজ দুপুরে জান্নাতুল ফেরদৌস নামের এক মহিলার ঝুলন্ত অবস্থায় মারা যাওয়ার খবর দিলে সেখানে পুলিশ পাঠানো হয়। পরে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশটি উদ্ধার করা হয়। তবে পরিবারের লোকজন জানিয়েছেন ওই মহিলা দীর্ঘদিন মানসিক প্রতিবন্ধী ছিলেন।
নিহতের বড় সন্তান মো. সামী সাংবাদিকদের বলেন, মা ১২ বছর যাবত মানসিক সমস্যায় ভুগছিলেন। বুধবার দুপুর ১২টার দিকে ঘরে কেউ না থাকার সুযোগে ঘরে লোহার বিমের সাথে শাড়ি গলায় পেঁছিয়ে তিনি আত্মহত্যা করেন।
জানা যায়, নিহতের বাবা শাহাজান ড্রাইভারও মানসিক রোগী ছিলেন। নিহতের প্রথম শ্বশুরবাড়ি পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়া গ্রামের বানুর বাড়িতে। তবে নতুন বাড়ি করেন রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ছত্রপাড়ায়। সেখানেই এ ঘটনা ঘটে।
চাটগাঁ নিউজ/এমকেএন