দক্ষিণ চট্টগ্রামের অভিশাপ নতুন ব্রিজের যানজট কমবে কবে?

হোছাইন আব্বাস: দক্ষিণ চট্টগ্রামের বাসিন্দাদের যাতায়াত কিংবা নগরীর গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে পরিচিত শাহ আমানত সেতু বা নতুন ব্রিজ। যেখানে প্রতিদিন মানুষের কর্মঘণ্টা নষ্ট হয় অসহনীয় যানজটে। ফলে ভোগান্তিতে পড়েন দক্ষিণ চট্টগ্রামের বাসিন্দা থেকে শুরু করে বান্দরবন-কক্সবাজারের হাজারও পর্যটক।

নতুন ব্রিজে ভোর থেকেই শুরু হয় গাড়ির চাপ। অফিস যাওয়া-আসা, মানুষের বাড়ি ফেরা, কক্সবাজার কিংবা বান্দরবনে যাওয়া পর্যটকদের চাপ, সব মিলিয়ে অনেক ব্যস্ত একটি যাতায়াতের পথ হিসেবে পরিচিত এটি।

যাত্রীদের অভিযোগ- যত্রতত্র গাড়ি পার্কিং, সড়ক দখল করে দোকান বসানো ও গোল চত্বর রাস্তার অধিকাংশ জায়গা দখল করে রেখেছে। যার কারণে নিত্য লেগে থাকে যানজট।

এ থেকে সহসা মুক্তি পেতে হলে সবার আগে গোল চত্বর ভাঙ্গার দাবি করছে স্থানীয়রা।

বিস্তারিত সিপ্লাস টিভিতে…………………

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top