৭৩৩ গ্রাম স্বর্ণসহ দুবাই ফেরত অভিনেত্রী বিমানবন্দরে আটক

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ৭৩৩ গ্রাম স্বর্ণালঙ্কারসহ দুবাই ফেরত ঢাকার মিরপুরের অভিনেত্রী অনামিকা জুথী ও মোহাম্মদ রায়হান ইকবাল নামের দুই যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তারা দুবাই থেকে বাংলাদেশে আসছিলেন।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার (০৭ ডিসেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর পরিচালকের নির্দেশনায় এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম ও শুল্ক গোয়েন্দা যৌথভাবে BG148 ফ্লাইটের বিমানের ভেতরে ঢুকে ২ যাত্রীকে তল্লাশি করে।

অনামিকা জুথী দুই হাতে চুড়িগুলো স্কচ টেপ দিয়ে আটকে এবং চেইনগুলো তাদের গলায় সুকৌশলে লুকিয়ে বহন করছিলেন। এছাড়া স্বর্ণালংকারগুলো তারা তাদের হাত ব্যাগে বহন করছিলেন।

তারা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের BG-148 ফ্লাইটের দুবাই-চট্টগ্রাম-ঢাকা যোগে দুবাই থেকে সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তবে তারা মূলত ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী হওয়ায় অ্যাভিয়েশন রুল অনুযায়ী তাদের একই বিমানযোগে ঢাকা পাঠিয়ে এনএসআই ও শুল্ক গোয়েন্দারা ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টিমের কাছে হস্তান্তর করেন।

বাজুসের তথ্যানুযায়ী, এসব স্বর্ণালংকারের মূল্য ৬৮ লাখ ৯৬ হাজার ৪৬২ টাকা।

চাটগাঁ নিউজ/ইউডি  

Scroll to Top