৪৮ ঘন্টার মধ্যেই বায়েজিদে লুণ্ঠিত সিগারেট উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ১০ নভেম্বর বায়েজিদ চা বোর্ড এলাকা সড়কে চলন্ত ভ্যান গাড়ি থামিয়ে চালককে ছুরিকাঘাত করে ৭২ কার্টন সিগারেট লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। তবে লুণ্ঠনের ৪৮ ঘন্টার মধ্যেই বায়েজিদ শহীদ নগর এলাকায় অভিযান চালিয়ে ৭২ কার্টন সিগারেট উদ্ধারসহ দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ নভেম্বর ) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন , মো. ইউসুফ (২৬) ও রবিউল হাসান প্রকাশ রবিন (২২)।

পুলিশ জানায়, গত ১০ নভেম্বর ১০০ কার্টন মেরিস সিগারেট ভ্যানগাড়িতে লোড করে গাড়ির চালক মোহাম্মদ সিয়াম বায়েজিদ বোস্তামী থানাধীন চন্দ্রনগর এলাকার উদ্দেশ্যে রওনা দেন। পরবর্তীতে তিনি বায়েজিদ বোস্তামী থানাধীন চা-বোর্ডের বিপরীত পাশে আরএস ফ্যাক্টরির সামনে সড়কে পৌঁছালে অজ্ঞাতনামা ৫ থেকে ৬ জন আসামি গাড়ির চালকের সামনে এসে তাকে ঘিরে ফেলে। বাদী কোনো কিছু বুঝে উঠার আগেই আসামিদের হাতে থাকা টিপ ছুরি দিয়ে তাকে ভয়ভীতি দেখিয়ে তার ভ্যানগাড়ির চাবিসহ গাড়িতে থাকা সিগারেট তাদেরকে দিয়ে দিতে বলে। চালক রাজি না হওয়ায় একজন আসামির হাতে থাকা টিপছুরি দিয়ে তার বাম পায়ের রানে আঘাত করে আসামিরা ভ্যানগাড়িতে থাকা ১০০ কার্টন মেরিস সিগারেট নিয়ে পালিয়ে যায়।
চাটগাঁ নিউজ/ইউডি  

 

Scroll to Top