পড়া হয়েছে: ৩৯
সিপ্লাস ডেস্ক: ব্যাট হাতে দারুণ শুরু করে আফগানিস্তানের বিপক্ষে চাপে পড়ে গেছে নিউজিল্যান্ড। এক রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়েছে তারা।
নিউজিল্যান্ড ২৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৬ রানে ব্যাট করছে। ক্রিজে আছেন টম ল্যাথাম ও গ্লেন ফিলিপস।
চেন্নাইয়ে টস হেরে ব্যাট করতে নেমে ৩০ রানের জুটি দিয়ে ফিরে যান ডেভন কনওয়ে। তিনি ২০ রান করেন।
এরপর রচিন রবীন্দ্র ও উইল ইয়ং ৭৯ রান যোগ করেন। পরপর ফিরে যান রচিন (৩২) ও ইয়ং (৫৪)। এরপরই আউট হন ডার্লি মিশেল (১)।
আফগানদের হয়ে ২১তম ওভারে দুই উইকেট নিয়েছেন আজমতউল্লাহ ওমরজাই। এছাড়া মুজিব উর ও রশিদ খান একটি করে উইকেট পান।