সিপ্লাস ডেস্ক: বার্ধক্যজনিত কারণে চোখে ছানি পড়ায় দীর্ঘদিন স্পষ্টভাবে পৃথিবীর আলো দেখা থেকে বঞ্চিত ছিলেন হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৩০ জন প্রবীণ। অর্থ ব্যয় করে ছানি অপারেশন করাবেন এমন আর্থিক অবস্থাও ছিলো না তাদের। অবশেষে মানবিক দিক বিবেচনায় তাদের পাশে দাঁড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা মমতা। পিকেএসএফের সহায়তায় মমতা’র পরিচালিত প্রবীন কর্মসূচির আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করেছে মমতা।
সোমবার (২০ নভেম্বর) নগরীর লায়ন্স চক্ষু হাসপাতালে এসব প্রবীণ ব্যক্তিদের চোখের ছানি অপারেশনের পর তাদের সার্বিক অবস্থা ও খোঁজখবর নিতে হাসপাতালে পরিদর্শনে যান মমতার উপ-প্রধান নির্বাহী মো. ফারুক।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র পরিচালক স্বপ্না তালুকদার, পরিচাল সুব্রত বড়ুয়াসহ প্রবীন কর্মসূচির কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শনকালে মমতার উপ-প্রধান নির্বাহী মো. ফারুক বলেন, সরকারের সহায়ক শক্তি হিসেবে সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে মমতা এবং সমাজের প্রতিটি মানুষের কল্যাণের কথা বিবেচনা করে। বিশেষত প্রবীণ জনগোষ্ঠী আমাদের সমাজের সম্পদ। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে অংশগ্রহণমূলক প্রতিটি কাজে প্রবীণদের অগ্রাধিকার দিতে হবে।
অপারেশনের পর প্রবীণরা তাদের চোখের অবস্থার উন্নতি হওয়ায় মমতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, মমতার সহায়তায় আমরা আবার পৃথিবীর আলো দেখতে পাচ্ছি। আমরা মমতার প্রতি চিরকৃতজ্ঞ থাকব।