বাঁশখালী প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালীতে কিশোরী অপহরণ মামলায় ২৯ বছর পর সাজাপ্রাপ্ত আসামি দুই সহোদরকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৯ জুন) রাতে বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মজনু মিয়ার নেতৃত্বে রাঙ্গুনিয়া উপজেলার ধামাইরহাট থেকে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন- কামরুল ইসলাম (৫২) ও তার ভাই মো. সেলিম (৪৮)। তারা বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের চাঁপাছড়ি গ্রামের নুরুজ্জামানের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ১৯৯৫ সালে কিশোরী শওকত আরা বেগম রুমিকে অপহরণ করে কামরুল ইসলাম ও তার ভাই সেলিম। এ ঘটনায় কিশোরী রুমির মা বুলবুল আক্তার বাঁশখালী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। ১৯৯৯ সালে আদালত ওই মামলায় দুই আসামিকে ১০ বছর সাজা দেন। এরপর থেকে পলাতক ছিলেন সাজাপ্রাপ্ত দুই ভাই।
এ বিষয়ে বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমদ বলেন, ‘গ্রেফতার দুই ভাইয়ের বিরুদ্ধে ১০ বছর করে সাজা পরোয়ানা রয়েছে। তারা ২৯ বছর আত্মগোপনে ছিল।’
চাটগাঁ নিউজ/জসিম/এসএ