২৪ ঘন্টায় আরও ৪৩ ডেঙ্গু রোগী শনাক্ত

চট্টগ্রাম

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৪৩ জন ডেঙ্গু আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। যার মধ্যে ৩৯ জনই চট্টগ্রাম নগরীর। যেখানে চট্টগ্রাম মেডিক্যাল (চমেক) কলেজ হাসপাতালে ১৮ জন, বিআইটিএ ৪ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৭ জন, ক্যান্টনমেন্ট ২ জন, প্রাইভেট ক্লিনিক আছে ৪ জন এবং উপজেলায় ৮ জনের মতো আছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলের দিকে এই তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, আগস্টের শেষের দিকে এবং সেপ্টেম্বরের প্রথম দিকে যে বৃষ্টি হয়, সেটাতে পরিত্যক্ত টায়ার, ফুলের টব, নারিকেলের খোসা, ছাদ বাগান, পরিত্যক্ত নালা নর্দমাতে পানি জমার কারণে এডিস মশার প্রজনন বাড়ছে। এসব ব্যাপারে সকলকে সতর্ক থাকার আহবান জানাচ্ছি। জনগণকে সতর্ক করার জন্য লিফলেট বিতরণ মাইকিংসহ বিভিন্ন সচেতনমূলক কর্মসূচি  হাতে নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছি এবং চিঠি দিয়েছি আমরা। চট্টগ্রাম শহরের যেখানে বেশি মশার উপদ্রব রয়েছে সেখানে মশা নিধন স্প্রে দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। আমাদের প্রত্যেকটা উপজেলায় ডেঙ্গু ওয়ার্ড চালু রয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top