পড়া হয়েছে: ৩৪
কাপ্তাই প্রতিনিধি: দীর্ঘ চার মাস ১২ দিনের কাপ্তাই লেকে মাছ ধরা নিষেধাজ্ঞা শেষে রাঙামাটির কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে চলতি বছরের গত ৩১ আগস্ট মধ্য রাত হতে কাপ্তাই লেকে মাছ ধরা শুরু হয়েছিল।
কাপ্তাই মৎস্য উন্নয়ন উপ-কেন্দ্রের প্রধান মাসুদ আলম বলেন, গত ৩১ অক্টোবর সন্ধ্যা ৬ টা পর্যন্ত কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে রাজস্থ আয় হয়েছে ২ কোটি ২৬ লাখ টাকা। তিনি আরোও বলেন, ৩১ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত ১১শত মেট্রিকটন বিভিন্ন প্রজাতির মাছ এই অবতরণ কেন্দ্রে শুল্ক দিয়ে দেশের বিভিন্ন জায়গায় ব্যবসায়ীরা বিক্রির উদ্দেশ্যে নিয়ে গেছেন।
প্রসঙ্গত: কাপ্তাই লেকে মাছের প্রজনন বৃদ্ধির জন্য রাঙামাটি জেলা প্রশাসন গত ১ মে হতে ৩১ আগস্ট পর্যন্ত লেকে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেন।