চাটগাঁ নিউজ ডেস্ক: ‘সুন্দি’ প্রজাতির ১২টি কচ্ছপসহ দুইজন কচ্ছপ বিক্রেতাকে আটক করেছে বনবিভাগের একটি দল। স্থানীয়দের কাছে এগুলো চিতা কাছিম নামেও পরিচিত।
বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে নগরের আসকার দীঘির পশ্চিম পাড়ের প্যারাগন হোটেলের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, কক্সবাজারে জেলার মহেশখালীর আদেশ বড়ুয়া (৫৫) ও রিপু বড়ুয়া (৩৭)।
তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের ৩৪ (খ) এবং ৪১ ধারা অনুযায়ী মামলা করেছে বনবিভাগ। বন্য প্রাণী সংরক্ষণ আইনে যেকোনো প্রজাতির কচ্ছপ ধরা, মারা ও বেচা-কেনা সম্পূর্ণ নিষিদ্ধ।
অভিযান বিষয়ে বনপ্রাণী বিভাগ চট্টগ্রামের সদর রেঞ্জার মোহাম্মদ ইসমাইল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ক্রেতা ছদ্মবেশে বনবিভাগের দুইজন কচ্ছপ কিনতে গেলে ওই চক্রের একজন সদস্য বুধবার কচ্ছপ সরবরাহ করা যাবে বলে জানায়। ওইদিন কচ্ছপগুলো সরবরাহ করার পর চক্রের দুই সদস্যকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, মামলা দায়েরের পর আটকদের আদালতে পাঠানো হয়েছে। কচ্ছপগুলো নিরাপদ পরিবেশে ছেড়ে দেওয়া হয়েছে।
চাটগাঁ নিউজ/এমএসআই