১১ প্রতিষ্ঠানকে ৩৩ লাখ টাকা জরিমানা করল পরিবেশ অধিদপ্তর

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে ছাড়পত্র ও নবায়ন ছাড়া নিষিদ্ধ ঘোষিত এলাকায় ইটভাটা পরিচালনার অভিযোগে ১১ প্রতিষ্ঠানকে ৩৩ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ অধিদপ্তর কার্যালয়ে আয়োজিত এক শুনানিতে এ জরিমানা করা হয়। অধিদপ্তরের পরিচালক (অতি. দায়িত্ব) মোহাম্মদ হাসান হাছিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাড়পত্র ও নবায়ন ছাড়া নিষিদ্ধ ঘোষিত এলাকায় ইটভাটা পরিচালনার অভিযোগে আজ অধিদপ্তরে শুনানি হয়। শুনানিতে কক্সবাজারের কলাতলীর হোটেল অস্টার ইকোকে ৪০ হাজার টাকা, কর্ণফুলী এলাকার স্মার্ট বায়ো ইনসেপশন লিমিটেডকে ৪০ হাজার টাকা, চাঁদপুরের মেসার্স হাজী ফুড প্রোডাক্টসকে ১৫ হাজার টাকা, নোয়াখালীর মেসার্স ফাতেমা ব্রিক্স ম্যানুকে ৫ লাখ টাকা, মেসার্স সৌদিয়া ফুড ইন্ডাস্ট্রিজকে ৫০ হাজার টাকা, কুমিল্লার ইফাদ মটরস লিমিটেডকে ২ লাখ টাকা, লক্ষ্মীপুরের রামগঞ্জের রাবেয়া ব্রিক্স ম্যানুকে ৫ লাখ টাকা, আমান বিক্সকে ৫ লাখ টাকা, ফাইভ স্টার ব্রিক্সকে ৫ লাখ টাকা, রুপালী ব্রিক্স ম্যানুকে ৫ লাখ টাকা, ও জে এস বি ব্রিক্সকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top