হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলে আয়ের সুযোগ

চাটগাঁ নিউজ ডেস্কঃ মেটার মালিকানাধীন বিশ্বের বৃহৎ মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে এবার চ্যানেল খুলে তার থেকে আয়েরও সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি।

মানুষের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে হোয়াটসঅ্যাপে নিত্যনতুন ফিচার সংযোজন করে চলেছে। সেই তালিকায় এবার জুড়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেল। কিন্তু আপনি কি জানেন, এই চ্যানেল থেকে আয়ও করতে পারবেন?

ইউটিউব বা ফেসবুক থেকে আয় করার উপায় আছে। এবার হোয়াটসঅ্যাপেও সেই সুবিধা মিলবে বলে জানিয়েছে মেটা। কিন্তু সেই পদ্ধতি সহজ নয়। পরোক্ষভাবে থাকবে আয়ের সুযোগ। হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে অ্যাফিলিয়েটেড মার্কেটিং করতে পারবেন আপনিও।

অ্যাফিলিয়েটেড মার্কেটিং হল একটি বিজ্ঞাপনের মডেল। এই মডেলে কোনও কোম্পানি তাদের পণ্য বা পরিসেবা প্রচারে তৃতীয় কোনও মাধ্যমের সাহায্যে নেয়। আপনি যদি সেই তৃতীয় মাধ্যম হিসেবে কাজ করেন, তবে মূল কোম্পানির থেকে টাকা পাবেন।

চাটগাঁ নিউজ/এসবিএন

Scroll to Top