রাউজান প্রতিনিধি : প্রাকৃতিক মৎস্য অভয়ারণ্য ও মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী হতে ৪৩ তম গাঙ্গেয় ডলফিন (শুশুক) উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১২টার দিকে হালদা নদীর রাউজান উপজেলার অংশের আজিমের ঘাট এলাকা থেকে নদীতে ভাসমান অবস্থায় অর্ধগলিত ডলফিনটি উদ্ধার হয়।
রাউজান উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, রোসাঙ্গীর আলম নামের একজন স্বেচ্ছাসেবক মাধ্যমে সকাল সাড়ে ১১টার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ডলফিনটি উদ্ধার করি। এটা নদী হতে উদ্ধার পরবর্তী পদক্ষেপের জন্য সুরতহাল করি। পরে অর্ধগলিত ডলফিনটি নদীর পাড়ে মাটিতে চাপা দেওয়া হয়। এটার ওজন প্রায় ১৩ কেজি ৩৯০ গ্রাম। দৈর্ঘ্য প্রায় ৪ ফুট। বয়স খুবই কম।
তিনি জানান, ডলফিনটির গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। ধারণা করা হচ্ছে হালদা ও কর্ণফুলীর মোহনায় ইঞ্জিনচালিত নৌকা ও ড্রেজার হতে নিঃসৃত তেলের দূষণে ৪-৫ দিন পূর্বে ডলফিনটির মৃত হতে পারে। জোয়ারের পানি ভেসে মৃত ডলফিনটি আজিমের ঘাট এলাকায় চলে আসে।
‘নিজস্ব নৌযান না থাকা এবং জনবল কম থাকার কারণে হালদা নদী নিয়মিত পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে না। এ কারণে হালদা নদী দূষণ, মা মাছ নিধনের মত ঘটনা ঘটেছে বলে জানান মৎস্য কর্মকর্তা মো. আলমগীর হোসেন।
হালদা নদী গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. মো. মনজুরুল কিবরিয়া জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি এবং মৎস্য অধিদপ্তর যৌথভাবে ডলফিনটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। উদ্ধারকৃত ডলফিনটি পচে যাওয়ায় মৃত্যুর কারণ উদঘাটন করা সম্ভব হয়নি। এখানে উল্লেখ্য যে, এটি তরুণ বয়সের ডলফিন এবং ২০২৪ সালের মধ্যে চতুর্থ মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ৪৩তম ডলফিন উদ্ধার করা হলো।
চাটগাঁ নিউজ/জয়নাল/এসএ