চাটগাঁ নিউজ ডেস্ক: রাউজান উপজেলার বিনাজুরি ইউনিয়নের সিপাহিঘাট এলাকায় হালদা নদী থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে ডলফিনটি উদ্ধার করা হয়। চলতি বছরে এটিই হালদায় প্রথম ডলফিনের মৃত্যু।
গত বছরের ১৮ ডিসেম্বর হালদায় সবশেষ একটি মৃত ডলফিনের সন্ধান মিলেছিল। সেই হিসাবে ৪৫ দিনের ব্যবধানে আবারো হালদায় ডলফিনের মৃত্যু হলো।
গত বছর হালদায় মোট চারটি মৃত ডলফিন পাওয়া গিয়েছিল। আর গত সাড়ে পাঁচ বছরে হালদায় পাওয়া মৃত ডলফিনের সংখ্যা বেড়ে হল ৪৪টি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়কারী ও বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেসরকারি উন্নয়ন সংস্থা ইন্টিগ্রেটেড ডেপেলপমেন্ট ফাউন্ডেশনের (আইডিএফ) এর হালদা গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের পাশে সিপাহিঘাট সংলগ্ন এলাকায় ভাটার সময় মৃত ডলফিনটি উদ্ধার করা হয়।
“এটির দৈর্ঘ্য ৫০ ইঞ্চি, প্রস্থ ২৮ ইঞ্চি এবং ওজন প্রায় ১১.৮ কেজি। ডলফিনটির গায়ে আঘাতের চিহ্ন ছিল। ধারণা করছি ধারালো কিছু দিয়ে ডলফিনটিকে আঘাত করা হয়েছে, যার ফলে ডলফিনটির মৃত্যু হয়েছে।”
রাউজান উপজেলা মৎস্য অফিস এবং আইডিএফের কর্মকর্তারা মৃত ডলফিনটির সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। পচন ধরায় পরে ডলফিনটি মাটি চাপা দেওয়া হয়।
দক্ষিণ এশিয়ায় কার্প জাতীয় মাছের অন্যতম প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদী। এই নদী দেশের মিঠাপানির ডলফিনেরও অন্যতম প্রধান বিচরণ ক্ষেত্র।
চাটগাঁ নিউজ/এমকেএন