হান্ডি রেস্টুরেন্টের রান্নার ময়লা পানি সড়কে, জরিমানা

চাটগাঁ নিউজ ডেস্কঃ নগরীর জিইসি এলাকায় হান্ডি রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন। রান্নার কাজে ব্যবহৃত ময়লা পানি সড়কে ফেলার অপরাধে এই জরিমানা গুনতে হল প্রতিষ্ঠানটিকে।

রবিবার (৩১ মার্চ) চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে নিয়মিত বাজার মনিটরিংয়ের সময় হান্ডি রেস্টুরেন্টে অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করে চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ চাটগাঁ নিউজকে জানান, অভিযান পরিচালনাকালে জিইসি এলাকায় হান্ডি রেস্টুরেন্টের রান্নার কাজে ব্যবহৃত ময়লা পানি ও আবর্জনা রাস্তায় ফেলার কারণে জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।

অভিযান পরিচালনার সময় সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

চাটগাঁ নিউজ/এসবিএন

Scroll to Top