নিজস্ব প্রতিবেদকঃ শহরের আধুনিক স্বাস্থ্য সেবা গ্রামীণ মানুষের দোরগোড়ায় পৌঁছিয়ে দেওয়ার জন্য ও আধুনিক স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষ্যে চট্টগ্রাম শহরের কাছাকাছি হাটহাজারীর চৌধুরীহাটে কেয়ার ম্যাক্স হেলথ সেন্টারের যাত্রা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে চৌধুরীহাট আরাফাত টাওয়ারের দ্বিতীয় তলায় ফিতা ও কেক কেটে হেলথ সেন্টারটির উদ্বোধন করেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
হেলথ সেন্টারটির উদ্বোধন উপলক্ষে ২ দিন ব্যাপি বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান সহ বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষায় ৫০% মুল্য ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি। এই বিষয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এমএ তোহা ভুঁইয়া চাটগাঁ নিউজকে বলেন, “ব্যবসায়িক উদ্দেশ্যে আমাদের মূল লক্ষ্য নয়; আধুনিক মানের সেবা প্রদান করায় আমাদের মূল লক্ষ্য। আমরা কারো সাথে প্রতিযোগিতা করতে চায় না। আমরা চাচ্ছি গ্রামের মানুষ যাতে শহরের সেবা টা ঘরের কাছেই পায়”।
আধুনিক স্বয়ংসম্পূর্ণ মেশিনে পরীক্ষার পাশাপাশি মেডিসিন, এলার্জি, ডায়াবেটিকস, শিশু ও গাইনি বিষয়ে অভিজ্ঞ ডাক্তারের চিকিৎসা সেবা প্রদান সহ তাদের পরিসেবায় থাকবে আধুনিক ও মানসম্পন্ন মেশিনে সকল প্রকার পরীক্ষা নিরীক্ষার সু-ব্যবস্থা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১২ নং চিকনদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান জামান বাচ্চু, পরিচালক রবিউল আলম, তপন নাথ উজ্জ্বল, এমএ তোহা ভুঁইয়া, মো.মামুন, চৌধুরীহাট বাজার কমিটির সভাপতি মোঃ ইসহাক, সহ-সভাপতি জসীম উদ্দিন, চৌধুরী হাট নার্সিং হোমের চেয়ারম্যান আবুল কাসেম, অ্যাডভোকেট গাজী ইরফান সহ আরো অনেকে।
চাটগাঁ নিউজ/এসবিএন