পড়া হয়েছে: ৩১
চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাঁধন সাহা (১৮)রামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ জুন) রাতে উপজেলাধীন ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী সিটি করপোরেশন ওয়ার্ডের শাহজী পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাঁধন ওই এলাকার বিভাস সাহার ছেলে।
তার পিশিতো ভাই শান্ত জানান, সন্ধ্যায় পড়ার ঘরে বিদ্যুতের সুইচ অন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় বাঁধন। তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা সদরের একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠায়। পথে অবস্থার অবনতি হলে স্বজনরা অক্সিজেন এলাকার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাঁধনকে মৃত ঘোষণা করেন।
চাটগাঁ নিউজ/এসআইএস