পড়া হয়েছে: ৬১
সিপ্লাস ডেস্ক: হাটহাজারীতে বাস-সিএনজি অটোরিকশার মুখোমিুখি সংঘর্ষে নিহতরা সবাই একই পরিবারের। এ ঘটনায় ৭ জন নিহত হয়েছে। আর আহত হয়েছে ৩ জন।
আজ মঙ্গলবার দুপুরে নাজিরহাট হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান গণমাধ্যমকে বলেন, ৭ জন নিহত হওয়ার ঘটনায় তাদের মধ্যে ৩ জন শিশু, ৩ জন মহিলা ও একজন পুরুষ রয়েছে। তাদের বাড়ি দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ এলাকায়। তারা একটা পারিবারিক শ্রাদ্ধ অনুষ্টানে যোগ দিতে এসেছিলো।
তিনি আরও বলেন, তক্ষনাৎ তাদের নাম পাওয়া যায়নি। এ ঘটনায় বাস ও অটোরিকশাটি আটক করা হয়েছে। গাড়ি চালকদের আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।