হাটহাজারী প্রতিনিধিঃ হাটহাজারী উপজেলার ১৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪০ টিতে প্রধান শিক্ষক ও ১০৩ টিতে সহকারী শিক্ষকসহ মোট ১৪৩টি পদে শিক্ষক শূন্যতা দেখা দিয়েছে। যার কারনে একজন শিক্ষককে দিনে প্রায় ৫/৬ টি ক্লাস নিতে হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, ৪০টি স্কুলে ক্লাস টিচারকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে হচ্ছে। আবার এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিভিন্ন কর্মসূচিতে এবং অফিসিয়াল কাজে সময় দিতে হচ্ছে বলে ক্লাসের পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এছাড়া শূন্য পদের কোনো শিক্ষক ছুটিতে থাকলে তাদের ক্লাসগুলো উপস্থিত শিক্ষকদের নিতে হয়। এর ফলে উপস্থিত শিক্ষকদের উপরই চাপ পড়ে বেশি। এতে ক্লাস ফলপ্রসূ হচ্ছে না বলে জানিয়েছেন পাঠদানরত শিক্ষকরা। অন্যদিকে একটি স্কুলে দেখা গেছে হিন্দু ধর্মের শিক্ষক না থাকায় মুসলিম শিক্ষককে হিন্দু ধর্মীয় ক্লাস নিতে হচ্ছে।
এই বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার রোজিনা রহমান চাটগাঁ নিউজকে বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হিন্দু শিক্ষক না থাকাটা কোনো মতেই কাম্য নয়। আমি ব্যবস্থা নিচ্ছি। আর অন্য সমস্যাগুলো নিয়ে আলোচনা করে সমন্বয়ের ব্যবস্থা করা হবে।
চাটগাঁ নিউজ/এসবিএন