হাটহাজারী প্রতিনিধি: হাটহাজারী পৌরসভার নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ পৌর-১ শাখার এক বিজ্ঞপ্তিতে এ নিয়োগ দেওয়া হয়। এতে হাটহাজারী পৌরসভায় সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রায়হানকে প্রশাসক হিসাবে নিয়োগ দিয়েছে মন্ত্রাণালয়।
রাষ্ট্রপতির পক্ষে উপসচিব মো. আবদুর রহমান স্বাক্ষরিত পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ পৌর-১ শাখার বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ ও সংশ্লিষ্ট বিধি বিধান অনুযায়ী নিয়োগকৃত প্রশাসক উক্ত পৌরসভার সার্বিক দায়িত্ব ও কর্মকাণ্ড পালন করবেন। এছাড়া তিনি নিজ পদ হতে বদলি হলে স্থানীয় সরকার বিভাগকে অবহিত করবেন।
এর আগে পৌরসভার প্রশাসকের দায়িত্ব পালন করেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান জনি। এর আগেও উপজেলা নির্বাহী কর্মকর্তারা প্রশাসকের দায়িত্ব পালন করেন।প্রথম বারের মত হাটহাজারী পৌরসভা পরিষদের মেয়াদ উত্তীর্ণ হওয়ায়, উক্ত পৌরসভার কার্যাবলি সম্পাদনের জন্য স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এরধারা ৪২ এর উপধারা (১) অনুযায়ী সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রায়হানকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
গতকাল রাত টার ১০টার দিকে সদ্য নিয়োগ প্রাপ্ত প্রশাসক সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রায়হান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।