চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারীতে চট্টগ্রাম-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের উপর থেকে ক্ষতবিক্ষত অজ্ঞাতনামা এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃদ্ধের আনুমানিক বয়স ৬০ বছর।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের চারিয়া ইজতেমা মাঠ সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালের দিকে উল্লেখিত স্থানে ক্ষতবিক্ষত অবস্থায় লাশটি পড়ে থাকতে দেখে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী শেষে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নাজিরহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন বলেন, লাশটি ক্ষতবিক্ষত হয়ে যাওয়ায় চেহারা চেনা যাচ্ছে না। তবে দেখে মনে হয়েছে তিনি একজন মুসল্লি। ওই ব্যক্তি সকালের দিকে নামাজ পড়তে যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হতে পারেন বলে ধারণা করছি।
এর আগে বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যার দিকেও উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ফতেয়াবাদ ছড়ারকুল নামক এলাকার বালুরটালের পূর্ব পাশের জঙ্গল থেকে আগুনে পোড়া নাম পরিচয়বিহীন আনুমানিক ২০/২১ বছর বয়সী এক নারীর লাশ উদ্ধার করে হাটহাজারী থানা পুলিশ।
চাটগাঁ নিউজ/জেএইচ