পড়া হয়েছে: ৮৭
হাটহাজারী প্রতিনিধি: হাটহাজারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলা মোহাম্মদ নাছির আহমেদ প্রকাশ মামা নাছির (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে হাটহাজারী থানা পুলিশ।
শুক্রবার (৮ নভেম্বর) বেলা তিনটায় ফতেয়াবাদ এলাকা থেকে মামলার এজাহার নামীয় ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ওই নেতা হাটহাজারী উপজেলার ১২নং চিকনদন্ডি ইউনিয়ন ফতেয়াবাদ স্কুলের পূর্ব পাশে আনোয়ার আলী টেন্ডালের বাড়ীর মোহাম্মদ ভোলা প্রকাশ চিটিং ভোলার পুত্র বলে জানা গেছে।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের হওয়া মামলায় ফতেয়াবাদ এলাকা থেকে মোহাম্মদ নাছির আহমেদ প্রকাশ মামা নাছিরকে (৪০) গ্রেফতার করা হয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ