আওয়ামী লীগ নেতা হাজী ইকবাল গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: বন্দর থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মো. ইকবালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৫ ডিসেম্বর) ভোরে বন্দর থানার ২ নম্বর সাইট মালুম বাড়ি জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

হাজী মো.ইকবাল (৬৩) নগরের দক্ষিণ মধ্যম হালিশহর ২ নম্বর সাইট হাজী ইকবাল বাড়ির মৃত আলী আকবরের ছেলে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বলেন, বন্দর থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি হাজী মো. ইকবালকে ভোরে গ্রেপ্তার করা হয়েছে।

তার বিরুদ্ধে বন্দর থানায় দুইটি ও ইপিজেড থানায় একটি মামলা রয়েছে

চাটগাঁ নিউজ / ইউডি

Scroll to Top