হলিউড তারকাদের সঙ্গে মেহজাবীন

বিনোদন ডেস্ক: টরন্টো, বুসান, কায়রো হয়ে মেহজাবীন চৌধুরীর বছরের শেষ সময়টা কাটছে সৌদি আরবের জেদ্দায়। সেখানে বসেছে রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এর চতুর্থ আসরে হাজির হয়েছেন হলিউড ও বলিউডের জনপ্রিয় অনেক তারকা। গেল বৃহস্পতিবার দেশটির কালচার স্কয়ারে শুর হয়েছে এই উৎসবের।

১০ দিনের এই আয়োজনের প্রথম দিনেই উপস্থিত ছিলেন অভিনেত্রী মেহজাবীনও। কারণ তার অভিনীত ছবি ‘সাবা’ সেখানে অংশ নিয়েছে। নিজ ফেসবুকে এদিনের বেশ কিছু ছবি শেয়ার করেন এই অভিনেত্রী। সেখানে চোখ আটকে যায় একটি সেলফিতে।

তাতে দেখা যায়, আলাদিন’খ্যাত হলিউড তারকা উইল স্মিথ, ব্রিটিশ অভিনেত্রী এমিলি ব্লান্টসহ আরও অনেকে। সেখানে তাদের সঙ্গে ফ্রেমবন্দি হতে দেখা যায় মেহজাবীনকে!

এদিন মেহজাবীনের পরনে ছিল সোনালি কারুকাজসহ এক চোখ জুড়ানো নীল শাড়ি। সঙ্গে ম্যাচিং করে ফ্লু স্লিভ ব্লাউজ ও ওয়ালেট। সিঁথি কেটে চুল, কপালে সাদা পাথরের টিপ, কানে নীল ও সাদা পাথরের দুল।

নামী তারকাদের সঙ্গে উৎসবের লাল গালিচায় হেঁটেছেন বাংলাদেশি অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা মাকসুদ হোসাইন। তারা এই উৎসবে অংশ নিয়েছেন ‘সাবা’ সিনেমাটি দিয়ে।

Scroll to Top