স্যালাইন নিয়ে কারসাজি: ৯২ প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা জরিমানা

সিপ্লাস ডেস্ক: ডেঙ্গুর প্রকোপে দেশে বেড়েছে স্যালাইনের চাহিদা। এই সুযোগে দাম বেশি রাখছেন অসাধু ব্যবসায়ীরা। আবার কেউ স্যালাইন থাকা স্বত্বেও বিক্রি না করে মজুত করছেন। এসব অভিযোগে সারাদেশে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অধিদপ্তরের ৪০টি টিম ৫৩টি ওষুধের মার্কেটে অভিযান চালায়। এতে ৯২টি প্রতিষ্ঠানকে মোট পাঁচ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার স্যালাইনের কারসাজি রোধে এ অভিযান পরিচালনা করা হয়। এরমধ্যে ঢাকা মহানগর এলাকায় অভিযান পরিচালনা করে ভোক্তা অধিদপ্তরের চারটি টিম।

 

অতিরিক্ত দামে স্যালাইন বিক্রি ও স্যালাইন স্টকে থাকা স্বত্বেও বিক্রি না করায় ঢাকা মহানগরীতে চার প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা এবং রাজশাহীতে দুটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দেশের বিভিন্ন জেলায় আরও ১৫ প্রতিষ্ঠানকে করা হয় জরিমানা। মোট এক লাখ ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিদপ্তর।

Scroll to Top