স্কুল কমিটি নিয়ে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ২০

চাটগাঁ নিউজ ডেস্ক: একটি বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের আহবায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির সাথে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এসময় ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর।

রোববার (১২ জানুয়ারি) ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার নাদপাড়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, নাদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের আহবায়ক কমিটি গঠন করা নিয়ে বিদ্যালয়ে মিটিং চলছিলো। কমিটির আহবায়ক প্রার্থী ছিলেন উপজেলা জামায়াতের আমির মতিয়ার রহমান ও স্থানীয় বিএনপি নেতা নওশের আলীর ভাই সামসুদ্দিন মাস্টার। দুপুরে মিটিং চলাকালে নাম প্রস্তাব নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ২০ জন আহত হয়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাট।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ মাসুম খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top