সৌদিতে হজ্ব পালন করতে গিয়ে আরও তিন বাংলাদেশি হজ্বযাত্রীর মৃত্যু

সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবের মক্কায় পবিত্র হজ্ব পালন করতে গিয়ে আদম উদ্দিন মন্ডল, মোঃ মতিয়ার রহমান ও মোঃ আমজাত হোসেন প্রধান নামে আরও তিন বাংলাদেশি হজ্ব যাত্রী মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়ে মক্কা নগরীর বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ হজ্ব যাত্রীর মৃত্যু হয়েছে। তারা হলেন, আদম উদ্দিন মন্ডল (৭১) পাসপোর্ট নম্বর -ইই০৭২৪৯০০।তার গ্রামের বাড়ি নওগাঁ জেলার কালিপুর উপজেলায়।

মো. মতিয়র রহমান (৬৮), পাসপোর্ট নম্বর ইই ০৪৯৬৩৬১। তার গ্রামের বাড়ি রংপুর জেলার সদর উপজেলায়।

মো. আমজাদ হোসেন (৫৭), পাসপোর্ট নম্বর এ ০৩৯০১১৩৬ তার গ্রামের বাড়ি গাইবান্ধার জেলার বোনারপাড়া।

মৃত্যু বিষয়টি নিশ্চিত করেন মক্কাস্হ বাংলাদেশ হজ্ব মিশন।

সৌদি আরবের মক্কা ও মদিনায চলতি বছরের হজ পালন করতে গিয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে এপর্যন্ত ১০ বাংলাদেশি নারী পুরুষের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮ পুরুষ ও ২ জন নারী।

এদিকে ১১ জুন সকাল পর্যন্ত ৭০ হাজার ২৫৬ বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৫০ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬০ হাজার ৯০৬ জন। চাঁদ দেখা সাপেক্ষে ২৭ জুন হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Scroll to Top