সৌদিতে সড়ক দু’ঘটনায় ৩ বাংলাদেশি যুবক নিহত

সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবের রাজধানী রিয়াদে আবদুল হক ও জেদ্দায় মোঃ মমিন ও শাহ আলম নামে ৩ বাংলাদেশি যুবক সড়ক দু’ঘটনায় নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

জানা যায়, আজ সকাল রিয়াদে সারারাতভর সাইটে কাজ করেছে তারা। ভোরে ফিরছিল গন্তব্যে। সেই গন্তব্য শেষ গন্তব্য হয়ে গেছে একজনের। ভোরে কাজ থেকে ফেরার পথে বাস দুর্ঘটনায় আবদুল হক (২৬ )মৃত্যু হয়েছে।

তার বন্ধু জানান নিহন জানান, রিয়াদ নগরীর দিরাইয়ার একটি সাইটে তারা সারারাত কাজ করেছে। কোম্পানির বাসে করে ফিরছিল প্রায় ২৮ জন। পথিমধ্যে হঠাৎ সামনের একটি ড্রাম্প ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান আবদুল হক। তিনি কুমিল্লার বড়ুরা থানার আদ্রা ইউনিয়নের বলে জানা গেছে।

এ ঘটনায় গুরুতর আহত আরো দু’জন হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।

এদিকে, জেদ্দা নগরীর নিজ বাসা থেকে গত ১৪ জুন সকালে কাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশী যুবাক নিহত হয়েছে  মোঃ মমিন  ও শাহ আলম।

এ সড়ক  দুর্ঘটনায়  আরো তিন জন বাংলাদেশি গুরুত্বর আহত। তারা জেদ্দা নগরীর একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রবাসী দুইজনের বাড়ি একই গ্রামে শাহ আলম বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার সাতদরি গ্রামের আবদুস সালাম মন্ডলের পুত্র।

দুই বছর আগে শাহ আলম ভাগ্য পরিবর্তনের জন্য সৌদিতে আসেন। নিহত মোঃ মমিনের বাড়ি একই গ্রামে।

Scroll to Top