চাটগাঁ নিউজ ডেস্ক : উপমহাদেশের প্রখ্যাত ইসলাম ধর্মীয় সাধক শাহসুফি আমানত খানের বংশধর শাহজাদা সৈয়দ মোহাম্মদ বেলায়েত উল্লাহ খানের জানাজা রোববার (২০ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। তিনি হজরত আমানত শাহ (র.) দরগাহ শরিফের সাজ্জাদানশীন মোতোয়াল্লী, শাহ আমানত (র.) ফাউন্ডেশনের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন।
শাহজাদা সৈয়দ মোহাম্মদ বেলায়েত উল্লাহ খান যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে গত ১০ জানুয়ারি বাংলাদেশ সময় রাত পৌনে ৯টায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
মরহুমের বড় ছেলে শাহাজাদা হাবিব উল্লাহ খান মারুফ জানান, প্রথম জানাজা রোববার বাদ আসর জমিয়তুল ফালাহ মসজিদে এবং দ্বিতীয় জানাজা বাদ এশা হজরত শাহ সুফি আমানত খান (র.) দরগাহ শরীফে অনুষ্ঠিত হবে।
শাহজাদা সৈয়দ মোহাম্মদ বেলায়েত উল্লাহ খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন চট্টগ্রামের সিটি কর্পোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেন, পিএচপির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান প্রমুখ।
চাটগাঁ নিউজ/এসএ