‘পারকি সৈকতকে আকর্ষণীয় করতে মাস্টারপ্ল্যান করা হবে’

সৈকত পরিদর্শনে জেলা প্রশাসক

আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, পারকি সৈকতকে আরো বেশি আকর্ষণীয় করতে মাস্টারপ্ল্যান হাতে নেওয়া হবে। এতে করে পারকি সৈকত আরও বেশি জনপ্রিয় হয়ে উঠবে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের আনোয়ারার পারকি সৈকত পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, পারকি সৈকতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাচ্ছে, এগুলো দূর করা হবে। একই সঙ্গে এই সৈকতকে আরও জনপ্রিয় করতে সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে।

ওই সময় আরও উপস্থিত ছিলেন এডিসি (সার্বিক) মো. কামরুজ্জামান, এডিসি( শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন ও আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন। স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এম এ রহিম শাহ্, বিএনপি নেতা শামসুল ইসলাম, পারকি সৈকতের ব্যবসায়ী মো. কাশেম, নুর কাশেম, নুরুজ্জামান, ইলিয়াস, মো. মোখতার, শাহেদ ও ইউনুস জুয়েল।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন বলেন, পারকি সৈকতের সৌন্দর্য ফিরিয়ে আনতে জেলা প্রশাসনের নির্দেশে ব্যাপক পরিকল্পনা হাতে নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/জেএইচ

Scroll to Top