পড়া হয়েছে: ৩১
চাটগাঁ নিউজ ডেস্ক : নগরীর আগ্রাবাদে সেপটিক ট্যাংক বিস্ফোরণে ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুর তিনটার দিকে ইসলামী ব্যাংক হাসপাতালের ভবনের সামনে নালার কাজ করার সময় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- নয়ন (৩১), মাসুম (৩০), জহির (২৮) ও ফাহাদ (২০)।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে নালায় কাজ করার সময় বিস্ফোরণ ঘটে। এতে দগ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় ৪ জনকে হাসপাতালে আনা হয়েছে। সবার অবস্থা আশঙ্কাজনক।
চাটগাঁ নিউজ/এসএ