সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ, ৩ শতাধিক পর্যটক আটকা

চাটগাঁ নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে বৈরী আবহাওয়া বিরাজ করায় টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে প্রশাসন। এতে দ্বীপে আটকা পড়েছেন অন্তত তিন শতাধিক পর্যটক।

বুধবার (৬ ডিসেম্বর) সকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকার তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফের ইউএনও মো. আদনান চৌধুরী।

তিনি বলেন, গভীর সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে গভীর মেঘমালার সৃষ্টি হচ্ছে। এ বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারসহ দেশের সবকটি সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল থাকায় জাহাজ চলাচলে ঝুঁকি রয়েছে। এতে বুধবার সকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখতে নির্দেশনা দেয়া হয়েছে।


সেন্টমার্টিনে ওই পর্যটকদের যাতে কোনো ধরণের অসুবিধা না হয় এ ব্যাপারে ব্যবস্থা নিতে স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসনের সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান টেকনাফের ওই ইউএনও।
Scroll to Top