সেতুভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে আগুন

চাটগাঁ নিউজ ডেস্ক : রাজধানীর মহাখালীর আমতলীতে সেতুভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে আগুন দিয়েছে আন্দোলনকারীরা।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে সাড়ে ৬টার দিকে এতথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস সদর দফতরের কন্ট্রোল রুম।

কন্ট্রোল রুম জানায়, মহাখালীর আমতলীতে সেতুভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে আগুন দিয়েছে আন্দোলনকারীরা। কুর্মিটোলা ও তেজগাঁও থেকে ফায়ার সার্ভিসের ইউনিট যেতে চেষ্টা করলেও আন্দোলনকারীরা তাদের বাঁধা দেয়।

এদিকে, রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের গেট ও ভেতরে আগুন দিয়েছে আন্দোলনকারীরা। বৃহস্পতিবার বিকেলে পর্যন্ত আগুন জ্বলছিল।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে দুপুর পর্যন্ত রামপুরা-বাড্ডা পুরো সড়ক ছিল শিক্ষার্থী ও স্থানীয়দের দখলে। বাঁশ, লোহার রড নিয়ে সড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। এ সময় তাদের সঙ্গে স্থানীয়দের দেখা যায়। পরে বিকেলের দিকে পুলিশ সাঁজোয়া যান নিয়ে এসে টিয়ারশেল ছুড়ে, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ছুড়ে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দেয়। এ সময়ে শিক্ষার্থীরা বিভিন্ন গলিতে ঢুকে পড়ে। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের কয়েকজনকে বনশ্রী ফরাজী হাসপাতালে নেওয়া হয়েছে।

চাটগাঁ নিউজ/এআইকে

Scroll to Top