সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চাটগাঁ নিউজ ডেস্ক : লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)-এর গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

আজ বুধবার (২৬ জুন) ভোর রাতে উপজেলার লোহাকুচি সীমান্তের ৯১৯ নম্বর সীমানা পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম (৬০) লোহাকুচি সীমান্ত এলাকার মৃত মঈনউদ্দীনের ছেলে।

বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গভীর রাতে নিহত নুরুল ইসলামসহ ৪-৫ জনের একটি দল ভারতের ভিতরে প্রবেশ করে। এ সময় ভারত সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে নুরুল ইসলাম গুলিবিদ্ধ হলে সঙ্গীরা তাকে উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন। বাংলাদেশ ভূখণ্ডে আসার পর তার মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

লালমনিরহাট বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মোফাজ্জল হোসেন আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে।

চাটগাঁ নিউজ/এসআইএস

Scroll to Top