সীমান্তে চোরাচালান রোধে একসাথে কাজ করতে হবে- ডিআইজি চট্টগ্রাম

বান্দরবান প্রতিনিধি : বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো:আহসান হাবীব পলাশ বলেছেন,সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ রোধ,মাদক চোরাচালান বন্ধে প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের সহযোগিতা জরুরী। সীমান্ত এলাকার বাসিন্দাদের সজাগ থাকতে হবে,সতর্ক থাকতে হবে,সচেতন থাকতে হবে। যে যার অবস্থান থেকে সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক বজায় রাখতে,সীমান্তের চোরাচালান রোধ ও চোরাকারবারিদের বিষয়ে সঠিক তথ্য দিয়ে প্রশাসন’কে সহযোগিতা করতে হবে। আমরা সবাই যদি একসাথে কাজ করি তাহলে সব সমস্যা নিরসন সম্ভব। নিজেদের সীমাবদ্ধতার জন্য অনেক কিছু বলতে পারি না,মাদকের জন্য কার্যক্রম চালিয়ে যাচ্ছি, দ্রুত সময়ের মধ্যে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে।

মঙ্গলবার (৭জানুয়ারি)সকাল ১১টায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন,বিগত সময়ে পুলিশ আপনাদের মনে বিষাদ সৃষ্টি করেছে তবে সবাই না। যদি আপনারা সবাই আমাদের মাঝে থেকে সহযোগিতার হাত বাড়ালে প্রায় অপরাধ নির্মূল সম্ভব। সর্বোপরি আইনশৃঙ্খলা বাহিনী ও বিজিবি’র পক্ষ থেকে এলাকাবাসীর জন্য সর্বাত্মক সহযোগিতা থাকবে বলেও জানান তিনি।

তিনি বলেন, এ দেশ রক্ষায় নাগরিক হিসেবে সবার দায়িত্ব রয়েছে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন যেহেতো মিয়ানমার সীমান্ত লাগোয়া, তাই এখানকার বাসিন্দারা মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাত বিষয়ে উৎকন্ঠায় থাকেন। শংকার কোন অবকাশ নেই। সতর্কতা অবলম্বন করে নির্ভয়ে চলাচল করতে পারবেন।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ শহিদুল্লাহ কাওছার পিপিএম(বার) বলেন, কথার দৃষ্টির চেয়ে মনের দৃষ্টিতে সজাগ থাকতে হবে। মাদক কোন দেশ সম্পূর্ণ নির্মূল করতে পারে নাই, তবে অনেকটা নিয়ন্ত্রণ করতে পেরেছে।

সভায় বিশেষ অতিথি ছিলেন,৩৪ বিজিবি অধিনায়ক লে:কর্ণেল ফারুক হোসেন খাঁন,ককসবাজার পুলিশ সুপার মো:রহসত উল্লাহ।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাশরুরুল হক চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময় স্থানীয় পেশাজীবীদের মধ্যে বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবদুল আলিম বাহাদুর,নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল,ঘুমধুম ইউনিয়ন বিএনপি নেতা হায়দার আলী কোম্পানি,মাওলানা নুরুল হাসান আজাদ,জামায়াত নেতা মাওলানা সেলিম উল্লাহ,ছাত্রদল নেতা শাহ নেওয়াজ চৌধুরী, জামায়াত নেতা হামিদুল হক ও পেশাজীবি নেতা শাহাদাত উল্লাহ প্রমুখ।

এতে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপি’র সভাপতি আরিফ উল্লাহ ছুট্রু, পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক জাফর ইকবাল,এসআই এসএম কিবরিয়া,এসআই আবুল কাসেমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

চাটগাঁ নিউজ/ইলিয়াছ/ইউডি

Scroll to Top