সীতাকুণ্ড প্রতিনিধি: বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি, বিশিষ্ট কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আনোয়ার (৭৩) আর নেই। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় তার জন্ম।
আজ ১০ ডিসেম্বর (রোববার) ভোর সাড়ে চারটায় ঢাকার ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের আইসিইউ তে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে যান। তিনি দীর্ঘদিন যাবত গলব্লাডার ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
মোঃ নূরুল আনোয়ার ১৯৫০ সালে চট্টগ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারী টোলা গ্রামের মৃত সিরাজুল মুস্তাফার পুত্র।
এদিকে সাবেক আইজিপি, বিশিষ্ট কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আনোয়ার এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম, আওয়ামী লীগ মনোনিত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার কে.এম রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভুঁইয়া, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, উপজেলা সমাজ কল্যান ফেডারেশনের সভাপতি লায়ন মোঃ গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী, ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ।