পড়া হয়েছে: ৪৫
চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে আশু দাশ (১৯) এর লাশ একদিন পর পাওয়া গেছে।
শনিবার বিকাল সাড়ে চারটার সময় কুমিরা সাগর উপকূলে আশুদাশের মৃতদের পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন আশুদাসের চাচা কৃষ্ণ মহন দাশ।
এর আগে গত শুক্রবার ভোর ৪টার সময় উপজেলার কুমিরা ইউনিয়নের কুমিরা-সন্দ্বীপ ঘাটঘর এলাকায় সাগরে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হন। জানা যায়, শনিবার বিকালে কুমিরা সাগর উপকূলে জোয়ারের পানিতে একটি মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে আশুদাসের পরিবারের লোকজন লাশ শনাক্ত করে।আশু দাশ কুমিরা ঘাটঘর রোড় জেলে পাড়া গ্রামের হরিবন্ধু দাশ বাড়ির রাম দাশের ছেলে।
চাটগাঁ নিউজ/এসআইএস