পড়া হয়েছে: ৩৮
সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে সাগর উপকূল থেকে মাকসুদা খাতুন (৫৩) নামে এক রোহিঙ্গা নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ আগষ্ট) বিকালে উপজেলার গুলিয়াখালী বীচ সংলগ্ন সাগর উপকূল থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা যায়, গত ৮ আগষ্ট কুতুবদিয়া থেকে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার সময় সাগরে ডুবে যাওয়া স্পিডবোট থেকে নিখোঁজের একজন মাকসুদা খাতুন।
শুক্রবার বিকালে সাগর উপকূলে জোয়ারের পানিতে মৃতদেহটি ভেসে আসলে স্থানীয়রা কুমিরা নৌ-পুলিশকে খবর দিলে গাউছিয়া কমিটির সহায়তায় পুলিশ লাশটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে।
পুলিশ লাশের পরিচয় পাওয়ার আত্নীয়-স্বজনদের জানান। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান কুমিরা নৌ-পুলিশের ইনচার্জ নাছির উদ্দীন।
চাটগাঁ নিউজ/কামরুল/এআইকে