পড়া হয়েছে: ৩৬
সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় দেলোয়ার হোসেন (৫০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার রাত ১০ টার দিকে উপজেলার পন্থিছিলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই এলাকার মৃত নুর ইসলামের ছেলে।
স্থানীয় সূত্র জানা যায়, নিহত দেলোয়ার একজন গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী। রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ঢাকামুখি একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দূর্ঘটনার বিষয়ে অবগত নয় বলে জানান কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহাদাত হোসেন।