সীতাকুণ্ডে মাতাল যুবককে এক মাসের দণ্ড

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে মদ পান করে মাতলামি করার সময় মো. সুমন (২৫) নামে এক যুবককে আটক করে এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

আজ রবিবার ( ১৪ জুলাই) দুপুর ১২টার সময় উপজেলার কুমিরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের রহমতপুর গ্রামে রেললাইন সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এই সময় অ্যালকোহল পান করে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে সুমনকে আটক করে একমাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুইশত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আটক যুবক সুমর কুমিরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রহমতপুর গ্রামের মৃত মোঃ ইউসুফের ছেলে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন বলেন, এক যুবক মদ পান করে এলাকার জনসাধারণের সাথে মাতলামি করার অপরাধে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড মডেল থানার এসআই মোহাম্মদ আমিরুল ইসলামের নেতৃত্ব আইনশৃঙ্খলা বাহিনী।

চাটগাঁ নিউজ/দুলু/এসআইএস

Scroll to Top