সীতাকুণ্ড প্রতিনিধি : প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে সীতাকুণ্ড উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি নেই বললেই চলে। আজ বুধবার সকাল থেকে ভোটগ্রহণ শুরু হলে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি একেবারেই কম লক্ষ্য করা গেছে।
সকাল ১১ টা পর্যন্ত বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে সাধারণ ভোটারদের তেমন একটা উপস্থিতি দেখা যায়নি।
সীতাকুণ্ড উপজেলায় মোট ভোটার তিন লক্ষ ২০ হাজার একশত ৯৩ জন। তারমধ্যে পুরুষ ভোটার একলক্ষ ৬৯ হাজার তিনশত ৮০ জন, মহিলার ভোটার একলক্ষ ৫০ হাজার সাতশত ৯জন। ৯২ টি কেন্দ্রে ৬৮৭ টি বুথ রয়েছে। সীতাকুণ্ড উপজেলায় সর্বমোট ভোটার তিন লক্ষ ২০ হাজার একশত ৯৩ জন। তারমধ্যে পুরুষ ভোটার একলক্ষ ৬৯ হাজার তিনশত ৮০ জন, মহিলার ভোটার একলক্ষ ৫০ হাজার সাতশত ৯জন। ৯২ টি কেন্দ্রে ৬৮৭ টি বুথ রয়েছে। নির্বাচনে ৩ পদে ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন লড়ছেন।
উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে যে দুইজন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন তারা হলেন, উপজেলার ৬নং বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফুর আলম চৌধুরী রাজু এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মহিউদ্দিন আহমেদ মঞ্জু।
অপরদিকে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আছেন সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জালাল আহমদ। সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে যে ৩ জন প্রার্থী মনোনয়ন নিয়েছেন তারা হলেন, শামীমা আক্তার লাভলি, শাহিনুর আক্তার বিউটি, হামিদা আক্তার। দুপুর সাড়ে ১২টায় লতিফপুর আলহাজ্ব আবদুল জলিল উচ্চ বিদ্যালয় কেন্দ্র পনিদর্শন করেন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়।
তিনি সাংবাদিকদের জানান, এখানে ভোটার উপস্থিত একেবারেই কম। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। লতিফপুর কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত প্রিসাইডিং অফিসার কামাল হোসেন জানান, দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৮২ টি। এ কেন্দ্রে মোট ভােটার সংখ্যা ৪ হাজার ২ শত তিন জন।
চাটগাঁ নিউজ/কামরুল/এসআইএস