সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে জমির সীমানা বিরোধের জেরে মীর ইউসুফ আলী (৬৮) নামে এক বৃদ্ধকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে সীতাকুণ্ড থানায় চারজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। এতে অজ্ঞাত আরো ২০/৩০ জনকে আসামী করা হয়েছে।
আসামীরা হলেন— হেলাল উদ্দিন (৪৫), আলাউদ্দিন (৫০), আব্দুল্লাহ আল মামুন (২৫), এবং মোঃ সালাউদ্দিন (৩৫)। রোববার (১৭ নভেম্বর) সকালে নিহতের স্ত্রী গোলস্তারা বেগম বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় মামলাটি দায়ের করেন।
এর আগে শনিবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতল এলাকায় জমি দখলে বাধা দেয়ার সময় কাদা মাটিতে চেপে ধরে শ্বাসরোধে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ করেছে তার পরিবার।
নিহত ইউসুফ আলীর ছেলে মীর মোহাম্মদ ইফতেখার বলেন, আমার চাচা মীর আব্দুর রহিম উত্তরাধিকার সূত্রে পাওয়া তার মালিকানাধীন জমি প্রতিবেশী মৃত আব্দুল রহিমের ছেলে মো. হেলাল উদ্দিনের কাছে বিক্রি করেন। কিন্তু আমার বাবারা তিন ভাইয়ের জায়গা এখনো ভাগ বন্টন না হওয়ায় সীমানা নির্ধারণ হয়নি। এরমধ্যেই সকালে হেলাল উদ্দীন ৪০-৫০ জন লোক ভাড়া করে এনে মনমতো বাঁশ-বেড়া দিয়ে দখলের চেষ্টা করেন। এসব দেখে আমার বাবা তাদের জায়গা ভাগবাটোয়ারা না হওয়ার বিষয়টি জানালে এনিয়ে তাদের সঙ্গে কথাকাটাকাটি হয়।
এক পর্যায়ে আমার বৃদ্ধ বাবাকে কাদা মাটিতে ফেলে মাটিতে চেপে ধরে। এতে শ্বাসরুদ্ধ হয়ে আমার বাবা ঘটনাস্থলেই মারা যান। তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, জায়গা নিয়ে বিরোধের জেরে একজনকে হত্যা করা হয়েছে বলে নিহতের স্ত্রী ৪জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। এতে আরো ২০/৩০ জনকে আসামী করা হয়েছে। এব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/জেএইচ