হার্টঅ্যাটাকে মৃত্যু নিয়ে মিথ্যাচার: সীতাকুণ্ডে বিএনপির প্রতিবাদ সমাবেশ

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডের জোড়আমতলে জায়গা-জমির সীমানা বিরোধের জেরে মীর ইউসুফ আলী নামে এক ব্যক্তির হার্টঅ্যাটাকে মৃত্যুর ঘটনায় বিএনপির নেতৃবৃন্দকে জড়িয়ে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকালে জোড়আমতলের একটি কমিউনিটি সেন্টারে উক্ত প্রতিবাদ সভার আয়োজন করে ইউনিয়নের ১নং এবং ২নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন। এর আগে একটি বিক্ষোভ মিছিল ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে।

গত রোববার জোড়আমতল এলাকায় জায়গা-জমির বিরোধে মীর ইউসুফ আলী নামে একজনকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে সীতাকুণ্ড থানায় চারজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে মীর ইউসুফ আলীর পরিবার।

বক্তারা বলেন, জায়গার বিরোধ নিয়ে হার্টঅ্যাটাকে মৃত্যু হয় মীর ইউসুফ আলীর। যা সবাই অবগত আছেন। কিন্তু আওয়ামী লীগের দোসররা মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে বিএনপির লোকজন তাকে হত্যা করেছে। যার প্রেক্ষিতে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

মোঃ হোসেনের সভাপতিত্বে এবং হাসেম শামীম এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ মোরছালিন।

বিশেষ অতিথি ছিলেন সোনাইছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি নুরউদ্দিন মোঃ জাহাঙ্গীর চৌধুরী, সাধারণ সম্পাদক নাজিমদ্দৌলা, সাবেক আহবায়ক সায়েদ আহম্মদ, সদস্য সচিব রবিউল হক, সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন মো: তছলিম, যুগ্ম সম্পাদক আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন লিটন, বিএনপি নেতা মোঃ হেলাল উদ্দিন, জাহাঙ্গীর আলম, ইফতেখার আহম্মদ জুয়েল, নিজাম উদ্দিন, ইকবাল হোসেন চৌধুরী, নিজামুদ্দিন, মোহাম্মদ সালাম, মমতাজ উদ্দিন, ইমতিয়াজ আহমেদ প্রমুখ।

চাটগাঁ নিউজ/কামরুল/জেএইচ

Scroll to Top