সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ২

সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় মহিলা ও শিশুসহ ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সেইসাথে আহত হয়েছেন আরো ৩ জন।

শনিবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া ও ভাটিয়ারী ইউনিয়নের বানুর বাজার এলাকায় পৃথক ২টি দূর্ঘটনা ঘটে।

জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে বার আউলিয়া দরগাহ’র সামনে রাঙ্গামাটি থেকে আসা ঢাকামুখি একটি দ্রুতগতির প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কার স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা আরো তিনটি কারের উপর গিয়ে উল্টে পড়ে। এতে ৪টি প্রাইভেট কারের ব্যাপক ক্ষতি সাধন হয়। এসময় ৫ পথচারী গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে শাহাদাত হোসেন (১৩) নামে এক শিশুকে ডাক্তার মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত তানজিদ (১৪) নিহত শাহাদাতের চাচাতো ভাই বলে জানা গিয়েছে। অপর আহত এক মহিলা ও একজন পুরুষের পরিচয় পাওয়া যায়নি। তাদের আবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। নিহত শাহাদাত সোনাইছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ফুলতলা গ্রামের মো. ইব্রাহিমের ছেলে। আহত তানজিদ একই ঘরের মো. বেলাল হোসেনের ছেলে।

অপর দিকে একই সময়ে ভাটিয়ারী ইউনিয়নের বানু বাজার এলাকায় মহাসড়কে লরী চাপায় এক মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে।

ঘটনার খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানার এসআই শাহারুল ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত ৪টি প্রাইভেট কার উদ্ধার করে এবং দূর্ঘটনা কবলিত প্রাইভেট কার চালককে আটক করে।

এ বিষয়ে বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ চাটগাঁ নিউজকে বলেন, বার আউলিয়ায় একটি দ্রুতগামী প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে অপর ৩টি দাড়িয়ে থাকা প্রাইভেট কারের উপর পড়ে। এতে বেশ কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছে। অপরদিকে বানু বাজার এলাকায় গাড়ি চাপায় এক মানসিক প্রতিবন্ধী মহিলা নিহত হয়েছে। দুইটি দূর্ঘটনা বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/এসবিএন

Scroll to Top