সীতাকুণ্ডে তীব্র তাপদাহে চালকদের মাঝে শরবত ও টি-শার্ট বিতরণ

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে তীব্র তাপদাহে পথচারী, অটো রিক্সা, সিএনজি, ভ্যান চালকদের মাঝে বিশুদ্ধ পানি, শরবত বিতরণের এক ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে।

এছাড়া বিভিন্ন যানবাহনের চালকদেরকে আরামদায়ক টিশার্টও প্রদান করা হয়।

আজ শুক্রবার সকালে উপজেলার কুমিরাস্থ অরবিট ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে এ আয়োজন করা হয়।

তীব্র তাপদাহে ঘর থেকে বের হওয়া শ্রমজীবী এসব চালকদের মাঝে প্রচন্ড গরমের কিছুটা প্রশান্তি দিতে বিশুদ্ধ পানি, শরবত এবং আরামদায়ক টিশার্ট বিতরণ করেন।

প্রথমদিন প্রায়শত জনের মাঝে শরবত ও টিশার্ট দেওয়া হয় বলে জানান অরবিট ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ।

এ বিতরণ কার্যক্রম পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় করা হবে।

বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অরবিট ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান কাজি রেজাউল করিম রাজু,ব্যবস্থাপনা পরিচালক মো: কামাল উদ্দিন, ফাইন্যান্স ডিরেক্টর মো:আবু তাহের, মার্কেটিং ডিরেক্টর সাখাওয়াত হোসেন পলাশ, এডমিন ডিরেক্টর মো:নুরুল ইসলাম, সহকারী ফাইন্যান্স ডিরেক্টর মোস্তফা কামাল সুজন, এবং পরিচালক মো: ইউসুফ, মো:শাহাদাত হোসেন, মো: আলতাফ হোসেন শিমুল ও মো: দেলোয়ার হোসেন।

চাটগাঁ নিউজ/এসআইএস

Scroll to Top