সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিনে একইস্থানে পৃথক ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ এপ্রিল) সকালে এবং একইদিন বিকালে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের রেললাইনে দুইটি দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ভোরে ভাটিয়ারী রেল স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে বিপ্লব জল দাশ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়। সে ভাটিয়ারী ইউনিয়নের ২নং ওয়ার্ডের জাহানাবাদ এলাকার সোনারগাঁও পেট্রোল পাম্পের পশ্চিমে জেলে পাড়ার কানু জল দাশের ছেলে।

একইদিন বিকাল চারটার সময় ভাটিয়ারী রেল স্টেশনের পাশে মো. আসিফ উদ্দিন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে যশোরের রবিউল ইসলামের ছেলে। নিহত যুবক মোবাইলে কথা বলার সময় ঢাকামূখী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে নিহত হয়েছেন বলে জানা গেছে।

দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করে ফৌজদার হাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, শুক্রবার ভোরে রেললাইন থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। এছাড়া একইদিন বিকালে একই স্থানে আরেক যুবক ট্রেনে কাটা পড়ে মারা যায়। দুইটি লাশ উদ্ধার করে আমরা ময়নাতদন্তের জন্যে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছি।

এদিকে বৃহস্পতিবার ভোরে সীতাকুণ্ড রেল স্টেশন থেকে শতাধিক গজ দুরে রেললাইনের পাশ থেকে মো. মান্নান (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করে জিআরপি পুলিশ। নিহত যুবক ভোলা জেলার লালমোহন থানার মো. সিদ্দিকের ছেলে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top