চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড থানার বড় দারোগারহাট এলাকা থেকে দুই জামায়াত কর্মীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। তবে বিষয়টি নিয়ে এখনো থানায় কেউ অভিযোগ দেননি বলে সংশ্লিষ্ট থানা সূত্রে জানা গেছে।
সোমবার (২০ জানুয়ারি) বিকেলে বড় দারোগারহাট বাজারের মূল সড়কে এ ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয় প্রত্যক্ষর্শীরা। তাদের ২ জনের নাম মো. মাঈনুল ও মো. শাহ আলম বলেও জানান তারা।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান বলেন, একজন মুঠোফোনে কল করে আমাকে জানান জামায়াতের দু’জন কর্মীকে নাকি মাইক্রোবাসে করে অপহরণ করা হয়েছে। তবে কারা, কাদেরকে অপহরণ করেছে তা বিস্তারিত জানায়নি। আমি খবর পেয়ে সকল চেকপোস্টে সতর্ক করে দিয়েছি।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ তাহের বলেন, এমন কোনো তথ্য আমার কাছে এখনো আসেনি। আমরা একটি মিটিংয়ে আছি। এ বিষয়ে খোঁজ নিয়ে পরে জানাচ্ছি।
চাটগাঁ নিউজ/জেএইচ