সীতাকুণ্ডে এক যুবদল নেতাকে পিটিয়ে জখম 

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মাসুদ খন্দকারকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে।  মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে উপজেলার উত্তর বাঁশবাড়িয়া খোরশেদ সদ্দারের বাড়ির সামনে মারধরের এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ— তাকে আহত করেছে আওয়ামী লীগের কাসেম বাহিনীর প্রধান মো. আবুল কাসেম ও তার বাহিনীর সদস্যরা।

এ বিষয়ে মাসুদের স্ত্রী নিলুপা ইয়াসমিন জানান, রাত ৮টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে কাসেম বাহিনীর প্রধান কাসেম দলবল নিয়ে তার স্বামীর উপর আকস্মিক হামলা চালায়। মাসুদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তাদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। স্থানীয়রা তাদের উপর চড়াও হলে তারা পরে পালিয়ে যায়।

তিনি আরো জানান, কাসেম আওয়ামী লীগ করে। তার নামে হত্যা মামলাসহ দুটি মামলা রয়েছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে আত্মগোপনে রয়েছেন তিনি। আকস্মিক এলাকায় ঢুকে বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের উপর গুপ্ত হামলা চালিয়ে পালিয়ে যায়। বাহিনীটি এ ধরনের কয়েকটি ঘটনা ঘটালেও প্রশাসনের নিরবতায় ক্ষিপ্ত এলাকাবাসী।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত পুলিশের ফয়সাল রহমান সবুজ জানান, রাত ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় মাসুদ খন্দকারকে মেডিকেল আনা হয়। তিনি বর্তমানে ২ ওয়ার্ডের ক্যাজুয়ালিটিতে চিকিৎসাধীন রয়েছেন। মাথায় অতিরিক্ত আঘাতপ্রাপ্ত হয়েছেন।

সীতাকুণ্ড থানার ওসি মুজিবুর রহমান জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনো কোন মামলা করা হয় নি। তবে আহত মাসুদের পরিবারের লোকজন থানায় এসে মামলা করবে বলে জানিয়েছেন। মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top