সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডের সন্দ্বীপ চ্যানেলে উপজেলা মৎস্য অধিদপ্তরের অভিযানে ১৫ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। নিষিদ্ধ জাল অপসারণে ‘বিশেষ কম্বিং’ অপারেশনর অংশ হিসেবে ১ম ধাপ বাস্তবায়নে সীতাকুণ্ড উপজেলা মৎস্য অধিদপ্তর মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে সাগরে অভিযান পরিচালনা করে।
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দী জাল, চরঘেরা জাল, কারেন্ট জাল, বেড় জাল, খুটিঁ জাল এবং অন্যান্য মালামাল জব্দ করে। অভিযানে সীতাকুণ্ড উপজেলা মৎস্য দপ্তরকে সহযোগীতা করে কোস্ট গার্ড, কুমিরা নৌ-পুলিশ ফাঁড়ি।
অভিযানে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ হাজার মিটারের ৪টি চরঘেরা জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল কুমিরা ঘাটে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো: কামাল উদ্দিন চৌধুরী, কুমিরা কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মোঃ শওকত আকবর, কুমিরা নৌ-পুলিশ ফাঁড়ির এস.আই আবদুল ওয়াহেদ, উপজেলা মৎস্য দপ্তর এর এনুমেরেটর রাসেল চন্দ্র দাস।
চাটগাঁ নিউজ/কামরুল/জেএইচ