নিজস্ব প্রতিবেদক: আজ সারাদিন সিপ্লাসটিভি ও পার্কভিউর যৌথ উদ্যোগে সেবা প্রদানের লক্ষ্যে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়।
শুক্রবার (২০ জানুয়ারী) সকাল ৮ টা থেকে হাটহাজারী ছিপাতলী সিপ্লাস ম্যানসনে এলাকাবাসীকে দিনব্যাপী সেবা দেওয়া হয়।
সকাল থেকে নানা ধরণের রোগীদের আনাগোনা শুরু হয়।রোগীরা তাদের রোগের কথা ডাক্তারকে বলতে পারছে ও ঔষধ দেওয়া হয়।এতে রোগীরা ভীষণ খুশি।
পার্কভিউ হসপিটালের এমডি বলেন, এই রকম উদ্যোগ নেওয়াতে সিপ্লাস এডিটর ইন চীফ আলমগীর অপুকে ধন্যবাদ জানান।দীর্ঘদিন ধরে এই রকম উদ্যোগ নেওয়ার কথা ছিল।গতবছর কোভিড এর কারণে এই ক্যাম্প না করা হয় না।আমরা প্রতিবছর পার্কভিউ হসপিটাল ক্যাম্প করে থাকি।আমরা এইবার ক্যাম্পটা করি হাটহাজারী হালদা নদীর পাড়ে অপু ভাইয়ের বাড়িতে।গ্রামের অনেক মানুষ শহরে গিয়ে চিকিৎসা নিতে পারে না।তাই ক্যাম্পটা করার মাধ্যমে অসহায় মানুষরা চিকিৎসা নিতে পারছি।এখানে অনেক ধরণের বিশেষজ্ঞ আছে।আমরা এখানে আনন্দ করছি।
সিপ্লাস টিভির এডিটর ইন চীফ আলমগীর অপু বলেন,আমাদের মূল উদ্যোগ হল মানবসেবা।অনেক মানুষের অনেক চাহিদা থাকে,কিন্তু সব মানুষ তো চাহিদা পূরণ করতে পারে না।আমরা সমাজের জন্য কাজ করি সেটা সবাই জানে,সেইজন্য পার্কভিউ হসপিটাল সেবা দেওয়ার জন্য আমাদের গ্রামে আসে।
আমরা আগামীতে ও মানবসেবা কাজ অব্যাহত থাকবে।